আনসার ও ভিডিপি বাংলাদেশের সর্ববৃহৎ গ্রামীণ গণভিত্তিক সংগঠন। এই সংগঠনের অধেক পুরুষ অধেক নারী।সমাজের স্বল্প শিক্ষিত নারী-পুরুষ সমঅধিকারের ভিত্তিতে এখানে কাজ করে থাকে।আ্ইন-শৃংখলা রক্ষা, আথ-সামাজিক উন্নয়ন, সচেতনতা বৃদ্ধি, দৃষ্টিভঙ্গির পরিবতন্ ইত্যাদির জন্য এই সংগঠন কাজ করে থাকে। ব্রাহ্মনবাড়িয়া জেলায় আনসার ও ভিডিপির সদস্য-সদস্যার সংখ্যা প্রায় ষাট হাজার।
জেলা কমান্ড্যান্ট, আনসার ও ভিডিপি এর কার্যালয় ব্রাহ্মণবাড়িয়া শহর বাইপাস সড়কের পশ্চিম পার্শে পৈরতলা রেল ক্রসিং এর কাছে অবস্থিত। ৩ একর জমির উপর দুইতলা ভবনে অফিসটি অবস্থিত।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS